
বিশ্বদেব মুখোপাধ্যায়ের কয়েকটি হাইকু
বাড়ি
রাস্তার শেষে
যে বাঁক, কিছুকাল
ওখানে ছিলাম।
কবির প্রতি
হয়তো কাল
বাড়িটা থাকবে না-
এ নিয়ে লিখো।
নতুন বাড়ি
নতুন বাড়ি?
বাঃ । তা, ভাঙা বাড়িটা
দেখছি না যে!
গণনা
নদীটি …. তার
নিরক্ষর তীর
গুণছে ঢেউ।
পরিচয়
সব ফলক
চেনো? গোরস্থান-
আমায় দেখো!
বয়স
গাছ পাথর
ক্রমেই শেষ; আজ
সামনে খাদ।
লাফ
সামনে খাদ।
ডানা নেই তো লাফা!
তল তো নেই!
খরিদ্দার
বন্ধ ঘড়িটির
খরিদ্দার এলেন,
শেষ রাত্রে।
CATEGORIES কবিতা
চমৎকার সব হাইকু।
ভালো লাগল
কী সুন্দর! প্রাণের লেখা।
Bah. Bhalo laglo
বাহ্ বেশ ভালো লেগেছে
খুব ভালো লাগলো।
আরও কিছু পড়া গেলে মন ভরতো।
মুগ্ধ হলাম। অতৃপ্তি ও থেকে গেল।