
বাংলা ভাষার প্রতি
হিন্দোল ভট্টাচার্য
বাংলা ভাষার প্রতি
সমস্ত ভাষার কাছে নতজানু দুঃখ লিখে রাখি
আমার নিজস্ব কোনও দেশ নেই ভাষাটুকু ছাড়া
বড় অভিমান হয়, আবহমানের এক পাখি
মনের ভিতরে ডাকে, অন্ধকারে চলে যায় কারা?
আমি তো তোমার কাছে সব সত্য গোপনে বলেছি।
লুকোইনি কিছুই, তুমি সব জানো আমার বেদনা-
আমার মুখোশ, ভয়, যাকে আমি এড়িয়েই গেছি
সেও তো তোমার কাছে নয় কেউ অজানা-অচেনা।
আমার সমস্ত মিথ্যে, আমার লুকনো সত্যগুলো-
আমার নাস্তিক হাত, আমার আস্তিক প্রার্থনায়
আমার প্রেমের মধ্যে, আমারই তো মৃত্যুচেতনায়
তুমিই দাঁড়িয়ে আছ, চোখে মুখে অনন্তধুলোয়
কী এক বেদনা লেগে, আমি তাকে পাঠোদ্ধার করি।
হে আমার বাংলা ভাষা, তুমিই আমার হাতে খড়ি।
CATEGORIES কবিতা