
বর্ণালী কোলে-র কবিতা
সখা
যে হাত তোমার হাত ধরেছিল
সেই হাত মাঝেমাঝে দেখি
ভয়ংকর জলস্রোতে ছিন্নভিন্ন
লবনে রক্তে তীব্র জ্বালা
তবুও তোমাকে ধরে ছিলাম
তলিয়ে যাবার জন্য মরিয়া তোমার চোখ
মাতাল
বন্য ক্রোধ
আমাকে আছাড় দিয়েছিল উন্মত্ত ঝঞ্ঝায়
শান্ত ঢেউ এখন
ভাঁটা
বিশ্বাসের কিরণ
তুমি দাঁড়িয়ে
আমি মাথা নীচু
সময় খুবলে নিয়েছে পাঁজর
সব ক্ষত সারিয়ে দেবে, চুম্বনে বুঝি?
ছবি
প্রোফাইল পিকচারে নীল ফুলটায় থাক
ডিপি বদলিও না আর
নীল মানে ব্যথা
নীলকন্ঠ
তুমিও তো তাই
ব্যথা চেপে তুমি কেমন ফুল হয়ে আছ
পাপড়িগুলি গোধূলির দিকে তাকিয়ে
দুর্ভাগ্য মেনে নেওয়া তোমার মুখ,অপরাজিতা
TAGS নারীদিবস সংখ্যা