
পৌলমী গুহ-র কবিতা
একদিন
একদিন পা তুলে দেব কাঁধে।
বিবিধ চাপানউতোর শেষে
সঙ্গ হবে। নিন্দেপোড়া ছাই মেখে
অজস্র বিদ্বেষ ঝরে পড়বে নাভিতে
দাঁতে-জিভে মিলে যাবে ভুল বোঝাবুঝি।
ব্যর্থ প্রেমে মথিত হয়ে তুমিও ভুলেছ মন্থন।
তোমাকে দেখাবে ঈশ্বরের মতো অশ্লীল
আর উদ্ধত তোমার বিবমিষা নিয়ে
একদিন পা তুলে দেব কাঁধে।
– ১৪ ই মার্চ, ২০২৫।
ঈশ্বর ছুটিতে আছেন
এখনও তো কবিতার সময় হয়নি
আপাতত শান দিই নখে
এইবার পিষে দিই দেশ ও নাগরিক,
সামরিক শান্তি আনি কিছু।
মানচিত্রে ঝরে পড়ুক আমার লালা
পাপকে বলে দিই, দূর হটো।
এত কাফনের অর্ডার তো আসেনি আগে
অথবা, এতগুলো শববাহী বন্ধু
তারপর ছুটে আসি উন্মত্ত লীলায়।
তরবারি উঁচিয়ে হাততালি দিয়ে ডাকি ঈশ্বরকে
কারণ ঈশ্বর ছুটিতে গেছেন।