
অনিন্দ্য সরকার
বুদ্ধজন্মের প্রতি মোহ
কেন এতো তোমাকে পাওয়ার মোহ
বুঝতে পারি না আমি
হয়তো বোঝে না আমার মনও,
তবু ফিরে ফিরে আসা কিছু স্মৃতি
পুরনো জন্ম আমার। জাতক বৃত্তান্ত শোনো।
আমি নালক, কতো জন্ম আগে
ফিরে এসেছি তোমার দেখা না পেয়ে
ঘুরে ঘুরে পথ, নদীতে ভাসিয়ে দেওয়া ফুল..
দেবলঋষি বলেছিলেন, ভুল
নয় এ জন্ম তোমার কিংবা তারও অধিক
জন্মের ইশারায় চোখ রাখো, আকাশের দিক।
একটি তারা বেড়েছে হিসাবের ভাগে
যেদিন বুঝবে তুমি আকাশের দিকে চেয়ে
পাবে বুদ্ধের দেখা, আকাশের তারা গোনো।
সেই থেকে জন্ম জন্ম গুনে চলেছি তারা
খুঁজে চলেছি তোমাকে
বুদ্ধজন্মের প্রতি আমার মোহ।
আবার হয়তো বা,
আমি সুজাতাপুত্র, নৈরঞ্জনা তীরে
তোমার আশীর্বাদে জন্ম হয়েছে আমার
মায়ের এই বিশ্বাস আমার মনে আজও..
মন, জন্ম জন্ম কেন এক সুরে বাজো?
বৃক্ষদেবতার কাহিনী মায়ের মুখে রাতদিন
ভুলবো না আমি। গৌতম, তুমি আমার জন্মঋণ।
সেই ক্ষণ থেকে ধীরে ধীরে
তোমাকে খুঁজে কতো জন্ম হলো পার
সাক্ষী রয়েছে এ ধরিত্রী। সাক্ষী রয়েছে বনও।
তবুও পাওয়ার মোহে
আজন্ম বুদ্ধপথজাতক আমি
খুঁজে চলেছি তোমাকে কতো কাল ধরে
এই আমার মুক্তি, প্রেম। পথ নেই আর কোনও।