
দেবার্ঘ্য সাহা
দুটি কবিতা
ফিরে এসো প্রিয় মন
তাকে ভালবেসে সরিয়েছে বহুদূরে
যদি ভ্রম হয় নিমেষেই মুছে যাবে
শাপলা দীঘির বনপথটুকু জুড়ে
তার ফিরে আসা কখনও বা লেখা হবে
লেখা হবে যত অদেখার দিনলিপি
লেখা হবে সব দমচাপা অভিমান
আমোদিত হবে ফুলে ফুলে সুখনীড়
আর লেখা হবে মনকেমনিয়া গান
টুপটাপ তারা খসে যাবে মিছিমিছি
বলে যাবে, তাকে ছুঁয়ে থেকো আজীবন
যদিবা কখনও মেঘ জমে অগোচরে
এঁকে দেয় বুকে অবিরাম বর্ষণ
তবু জেনো, রোদ উঠবেই একদিন
প্রেমে আলো হবে এই মায়াবন্ধন
এসব স্বপ্ন হয়তো অর্থহীন!
যদি পারো তবে ফিরে এসো প্রিয় মন…
বিরহী বকুল
তার নীরবতা মানে জোছনার ফুল
সুরভিত হৃদি পার
শর্ত খুঁজিনি আর
তার অভিমানী ঠোঁটে রেখেছি আঙুল
কথার বালাই নেই
হারিয়েছি নিজেকেই
রাঙিয়েছি ভালবেসে বোবা উপকূল
শুরু থেকে জানতাম
ছুঁয়ে গেলে ডাকনাম
সিঁথিরেখা ঢেকে দেয় বিরহী বকুল
সেই মতো সাজঘরে
চাঁদ ডুবে গেলে পরে
প্রতি চুম্বনে গাঁথি ভরসা প্রতুল
প্রেমানলে মেতে ওঠে পরান মুকুল