
ধৃতিরূপা দাস
উৎসব প্রবণতা
১
গোলাপি আভাসে জড়িয়ে পড়েছে আঙুল। ঋতুর সঙ্গে গ্রহটি, সঙ্গে কোষেরা। জড়িয়ে পড়ার সঙ্গে অথচ কেউই জড়িত ছিলাম কিনা তা জানতে পারিনি। অথচ গোলাপি দেখতে দেখতে আক্রান্ত হয়ে পড়েছে আঙুল, আঙুলে আক্রান্ত হয়ে পড়েছে একটা ধারণা।
২
একটা কুচে মাছ কী ভীষণ আটকে গেছে
শিশুর জিভে গল্প হয়ে !
জল ঝাঁকিয়ে মানব শিশু গল্প নাড়ে।
আমরা তাকে উস্কে দিলাম।
ছন্দ-মতে, দীক্ষা-মতে।
দিতেই হল।
কোষ দেহে গান — খোদাই করা।
পাথর ভেঙে, পাহাড় ভেঙে
গান এলে স্রেফ গাওয়া ছাড়া,
আর কিছু নেই একটা জিভের।