
সব্যসাচী মজুমদার
জল ছুঁয়ে গেছে বিপদসীমাকে
জল ছুঁয়ে গেছে বিপদসীমাকে
জল ভেঙে ফেলে গানের ভেতর
তবুও আকাশে সন্ধ্যা – গন্ধ
লোকে জানলেই ভয় ভয় করে …
যেন মনে হয় তোমাকে আবার
নদী গিলে নেবে মাছেরা তোমার
লাবণ্য খাবে, ফসল ডুববে ,
মাথা কুটে যাবে সর্পমস্তা …
লোকে জানলেই ভয় ভয় করে
উপত্যকায় বৃষ্টি নামছে ,
এই মরশুমে দুধ জন্মাবে ,
জল ভেঙে ফেলে গানের ভেতর …
শোনো, আজকাল সাবধানে শুনি
শ্লোগান বাঁচিয়ে একা একা শুনি
কান্নার কাছে ভেঙে পড়ে আছে
মলহার থেকে মৌল ধারণা…