
সব্যসাচী মজুমদার-এর কবিতা
এখনও পর্যন্ত দু’বার
এখনও পর্যন্ত দু’বার ওজন বেড়েছে আমার —
একবার দেশি মদ, আরেকবার দুধের জন্য।
আমার বাপ ঠাকুর দা যে রাজনীতি করল,
তার ভগবান, ভগবানের বাচ্চাকে যে চিৎকার শুনিয়েছিলাম,
তাকেও সন্দেহ করি এই বিষুব ধারণায়
আমার গাছ ভাললাগে তাকে বাঁচাই না …
আমার শ্বাপদ ভাললাগে, আমি
শিকার বিরোধী যদিও…
একবার টেনে নিতে থাকি আর টেনে নেওয়ার গায়ে
ধাক্কা মারে আর একটা ছিটকে যাওয়া।
এই যে আমার আত্মস্থ আর আছড়ে পড়া,
ধাক্কা খেতে খেতে যে সমস্ত পরিস্থিতি তৈরি করছে
তাদেরকে এক একটা মহাবিশ্ব ভেবে নিলে
আর ভিন গ্রহ – ট্রহ বলে কিছু থাকে না
সমস্ত অখণ্ড এক ছবি ও বিস্ফোরণ…
আবার, যদি মনে করে নিই ,
পরিস্থিতিগুলো আসলে লক্ষী পুজোর দিন
আমাদের উঠোনে আলপনা আঁকছ
মুছে দিচ্ছ… অন্যরকম আঁকছ
মুছে দিচ্ছ…
কিছুতেই আমাদের মনঃপূত হচ্ছে না
সর্বত্র বন্যা …
CATEGORIES কবিতা