
পার্থজিৎ চন্দ রচিত কয়েকটি তানকা
১
দৃশ্য একাকী;
কবরের কিনারে
মাটির স্তূপ
যে ফুল ফুটে আছে
তার ছায়াটি শূন্যে
২
তুষার-গাছ।
সন্ধের ছায়া পড়ে
বিষণ্ণ, স্থির
যে আশ্রয় গানের
লুপ্ত হয়েছে কবে
৩
চাঁদের পাখি,
সারারাত উন্মাদ
রক্তাক্ত ঠোঁট
অর্ধভক্ষ্য ফলের
ক্রন্দন, বিষাদের…
৪
যুদ্ধের মাঠে
চার্চের ছায়া পড়ে,
প্রার্থনা হয়
ক্রমে বুঝেছ তুমি
শত্রু মৃত ক্রশকাঠ
৫
চতুর্মাত্রিক
কিছু আজও স্পর্শাতীত
আগুন ও হাওয়া
সে অন্ধ গান গায়
ডানা ঝাপটায় পাখি
৬
শামুখ-খোলে,
গগের ক্যানভাসেও
গূঢ় ঘূর্ণন
আকাশ থেকে মাটি
রহস্য ফুঁসে উঠছে
৭
ফুল ফুটেছে।
কাঁটাতারের গায়ে
প্রথম সূর্য
একটি চাকার শব্দ
কচ্ছপ শুনতে পাচ্ছে
বেশ ভালো। তানকা হিসেবে যথেষ্ট চিত্রকল্পময় লেখাগুলো। বরাবরের মতো পরিসরে থেকে বিস্তৃতি লাভ করে তোমার লেখা। তার ব্যত্যয় ঘটেনি এখানেও।
থ্যাঙ্ক ইউ, শীর্ষেন্দু।
থ্যাঙ্ক ইউ, শীর্ষেন্দু।