
জয়ন্ত পার্মারের কবিতা
অনুবাদ: শ্যামশ্রী রায় কর্মকার
স্বনামধন্য উর্দু কবি জয়ন্ত পার্মার (জন্ম ১১ অক্টোবর, ১৯৫৪) একজন শিল্পী ও কারুলেখক। তিনি উর্দু এবং গুজরাটি, দুটি ভাষাতেই কবিতা লেখেন। তিরিশ বছর বয়সে উর্দু ভাষার প্রতি আকৃষ্ট হয়ে উর্দু শেখেন কবি। পরবর্তীকালে এই ভাষায় রচনা করেন অজস্র কবিতা। তাঁর প্রকাশিত উর্দু কাব্যগ্রন্থগুলি হল ‘অওর’, ‘মা-নিন্দ’, ‘অন্তরাল’ এবং ‘পেন্সিল অওর দুসরি নাজমেঁ’। শেষোক্ত কাব্যগ্রন্থটির জন্য তিনি ২০০৮ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও তিনি ২০০৬ সালে পেয়েছেন ‘ভাষা ভারতী সম্মান (২০০৬), এবং ২০০১, ২০০৬ ও ২০১৮ সালে পেয়েছেন ‘গুজরাট উর্দু সাহিত্য অকাদেমি পুরস্কার’।
জয়ন্ত পার্মারের কবিতা
মূল কবিতা : নামাজ
অনুবাদ: নামাজ
আমার আঙ্গুল
অর্পণ করে পাঁচ ওয়াক্তের
নামাজ
সেই পবিত্র মসজিদে
যা কাগজে নির্মিত
মূল কবিতা – সুরহি নজমকি টুটি
অনুবাদ: কবিতার কাচকূপী ভেঙে গেছে
কবিতার কাচকূপী ভেঙে গেছে
কিন্তু কী আশ্চর্য, ঝকঝকে মেঝের ওপর
এই ভাঙনের শব্দ
হৃদয়কে তীরবৎ
বিদ্ধ করল না!
শেকড়ের সঙ্গে সঙ্গে
আমিও তো নির্গত হলাম
কাচকূপীটি রক্তে আবৃত
বিস্ফোরণের শব্দে ঘরটি ভরে গেছে
পুরনো কাব্যের ধ্রুবপদ
কবিতাখাতার ভার
রক্ষা করে, শহরে বেড়ায়
কাব্য গীতির কীলক
দিবারাত্রি শ্রবণ জ্বালায়
ছন্দের প্রজাপতি খাতায় এসে লাফালাফি করে
কাব্যিক তালের রুগ্ন সুতো
কবিতার ঘুঘুপাখি
সাতটি আকাশ জুড়ে উড়িয়া বেড়ায়
নির্জনে পড়ে থাকে প্রতীকবাদের ধ্বংসাবশেষ
রূপকের জানলা গুলি বন্ধ করা থাকে
শব্দের পায়রাগুলি
অনুভূতি, স্বপ্ন, কামনা-পায়রাগুলি
নন্দন, মাত্রা ও ছন্দপায়রাগুলি
দেখা যায়, কিন্তু তাদের বুলেটবিদ্ধ ডানা
আমার কাছেও আছে সব
ছুরি, হাতুড়ি, পেরেক ও কাগজ
তবু কবিতা গড়ে উঠছে না
সারারাত ধরে নক্ষত্র আমার
হৃদয়ের তন্ত্রী টেনে ধরে
কবিতা গড়ে ওঠে না তাও
কবিতার কাচকূপী ভেঙে গেছে
মূল কবিতা: গজল
অনুবাদ: গজল
আমার রক্তসায়রে চাঁদের ডাক আলো হয়ে থাকে
সামান্য নরম ছোঁয়া দেহের শব্দকে আলো দিল
ছাদ থেকে সূর্যের আলো নেমেছে, শৈলচূড়া থেকে
সমস্ত পাতা কারও পদচিহ্ন, আলো হয়ে আছে
সে আমাকে নিজের দুঃখের কাহিনি বলেছে
আমার সুখের প্রাসাদটিকে করে তুলেছে কত আলো
যখন পতনকাল, মৃত্যুকেও দেখতে পাইনি
কয়েক মুহূর্ত আগে আকাশের দিকে চোখ, আলো
ফুলে ফুলে ভরা রাত একদিন ফিরবে নিশ্চিত
আশার প্রদীপ আমি হৃদয়ে ধরেছি, আলোকিত
লেখাটি যদি ভালো লাগে, আবহমানে নিজের ইচ্ছেমতো ফোন পের মাধ্যমে
অবদান রাখতে পারেন, এই কিউ আর কোড স্ক্যান করে। ফোন পে করুন 9051781537
অথবা স্ক্যান করুন পেমেন্টের লিংক