পৌলমী গুহ-র কবিতা
নির্বাণ
বহু পথ এসে মিলে যায় দিগন্তে।
পোড়ার গন্ধে আর আতপ চালে
তফাৎ থাকে না আর।
কবেকার জন্মদাগ আলগোছে মুছি,
ব্যথার প্রতি করুণা হয়, আহা!
মা’র মতো কেউ একটা কাছে নেই
অথবা, বাবার ছায়াটি আচমকা মিলিয়েছে।
প্রিয়মুখ হয়ে গেছে ধূসর।
নাড়ি-ছেঁড়া স্নেহ,
হেলায় ত্যাগ করে দেওয়া গেছে।
একদিন সব আগুন নেভে।
নিভে যায় এখানেই।
রাত্রিশেষে
এ শহরে সকাল বড়ো কুৎসিত।
চাইলেও এক ধ্যানে
পার করে দেওয়া যায় না হুতোশের রাত।
শোনা যায় বহু স্বর, বহু ধ্বনি,
জীবনের মতো মোহময়।
বারবার জাগব না ভেবেও
এ শহরে জেগে উঠি চকিতে।
তারপর একখানি হাত, একটিই বুক
বহু রাত ধরে জাগিয়ে রাখে।