সার্থক রায় চৌধুরীর কবিতা
: ভয়
ভয়
‘আমি তোমাকেই ভালোবাসি’- ….
চিৎকার করে বললাম আর সে এক
অনির্দিষ্ট পথে হাঁটতে শুরু করল।
মানচিত্র কিসের জন্য!
বনিকের?…দস্যুর পথ? ..
এক একটা বাতাস আসে আর সে
নেবে পড়ে কোথায় কোথায়!..
হাওয়া তাকে উড়িয়ে নিয়ে চলে
এখানে ওখানে আর মাঝে মাঝে
লটকে দ্যায় দেওয়ালে, রাস্তায়…
এই সমস্ত চিঠি,..
যাদের উত্তর দেব কিনা
ভাবতে ভাবতে ভোর হয়ে যায়,.. আমি
ফিরিয়ে নিতে চাইছি সেই সমস্ত প্রস্তাবনা..
অনির্দিষ্ট…সামান্য একটা ভয়ে..
CATEGORIES কবিতা