সার্থক রায়চৌধুরীর কবিতা
ভার
যে নির্বাক, যে সব সহ্য করে মেলে দিয়েছে
হাত নির্ভার নিরুত্তর নৈঃশব্দের অনঙ্গ শূণ্যে,
তার শাখায় শাখায়, পায়ে, ললাটে, জিহ্বায়
একশো পাথর ঝুলিয়ে চলে গেছে ওরা..
তালা ঝুলছে প্রতিটি ইচ্ছের মুখে..
হাওয়া হাসছে… কামনার গর্ভে গর্ভে ফুলে ফেঁপে জন্ম নিচ্ছে ক্ষোভ,
ভেঙে ফেলছে গোটা একটা গাছ..
আমাদের ভবিষ্যত
আছড়ে পড়ে আছে!…
ট্রেলর
শরীর আমার তবু প্রতিবিম্ব তোমার
মতন লাগে যেন পাতার প্রতিচ্ছবি
জলে এক বর্শার মত জেগে আছে বৃষ্টির
আনত বিন্দু বিষ বিস্ফোরণের ক্ষত
ছারখার করে দেবে আলোর বর্নিকা-
আমি স্বপ্ন দেখছি না তো?…
মা ফিরে আসছে সিঁড়ি বেয়ে
বারান্দা বরাবর.. যেখানে ধুলো পড়া
সেলাই মেশিনের মত আমিও বসে আছি।