
শ্রুতকীর্তি দত্ত-র কবিতা
ভ্রম ও সম্মোহন
মনখারাপের একটা টানা ঋতু আছে।
মেঘ থাকে যন্ত্রণা হয়ে,
ঘুম আসে, ভাঙে, ব্যথা থেকে যায়।
যারা এসেছিল,
থাকবে বলেও কুয়াশায় মিলিয়ে গেছে,
তারা আজ গোল হয়ে ঘিরে।
আদর করে, জিভ বুলিয়ে দেয় শরীরে।
ডুবে যাওয়ার আগে,
অজানা ঘাটে পা ঠেকেছিল,
কিনারা পেয়ে আবার ঘুম, নিশ্চিন্তে।
জানি, সব শেষ হবে দীর্ঘ এক বসন্তকালে।
বাহ্! বেশ ভাল লাগলো । অভিনন্দন 🌿