
মেঘ বসুর কবিতাগুচ্ছ
সমান সমান::
যত সুর ধরে আছে গান
তত তারা ফুটেছে আকাশে
প্রেমিক ::
আমিওতো পারি
শুকনো ঘাসে জ্বালাতে আগুন
তেমন ইশারা পেলে।
সংসার::
আয়না মুখ নিয়ে চলে গেল
রেখে গেল দূরত্ব,স্মৃতির মতো
দাঁত বার করা এক প্রকান্ড চিরুণি
আজ তাকে নিয়ে এই সংসার আমার!
প্রতিশ্রুতি ::
যেতে যেতে,ঘাটের কিনারে এসে
শ্যামল মুখের ছায়া দেখে যাব
প্রতিশ্রুতি রাখি,এর বেশি
ছোাঁবনা তোমাকে।
গোপনীয় ::
প্রতিটি সম্পর্ক
ঘাতকের মতো সৎ
হত্যার অধিক
উদাসীন হয়ে যায়!
কেউ ::
আমি শুধু মানি
হৃদয়ে রোদের ঋণ
আঘাতে ক্ষমার মতো কেউ
দাগ রেখে যায়
জানি সে আমারই মতো
আমাকে সাজাতে এসে
শিশিরে ভোরের হাসি
রঙ রেখে যায়।
সে::
আর কিছু ভাঙেনা ততটা
যত ভাঙে লজ্জা তার
হারায় আড়াল!
CATEGORIES কবিতা
ভালো লাগল কবিতাগুচ্ছ।
বেশ ভালো লাগলো!
ভালো লাগলো।
খুব সুন্দর