পলাশ দে-র কবিতা
বিয়োগ
বহুদূরের নিম্নচাপ ভাসে
হেসে বেড়ায় দোষারোপ চই চই হৈচৈ
এক চোখ রাঙানি ছিটকে এসে পড়ে নীরবতায়
কার মেঘে তুমি মাধবীলতা ফোটাচ্ছিলে
আর প্রতিদিনের রাস্তা কাটাকুটি করে
ম্যাজিক দুনিয়া হাজির করতে চাঁদ কামড়ানোর দিনে
সে এক তদন্ত এখন
সামনাসামনি আচমকা দেখা হয়ে গেলে
আমি, তোমার পক্ষেই একই রকম ভ্যাবলা হয়ে যাব
ঝরুক পাতা ঝরাও পাতায় আড় ভাগুক