
দীপঙ্কর সরকার-এর কবিতাগুচ্ছ
অব্যক্ত অব্যয়
পায়ে পায়ে গোল্লাছুট অহেতুক আনন্দ যাপন
বিলাসী হাওয়ার দাপট জেগে ওঠে আলোগান ।
কোথাও সুরেলা আকাশ ঢের বেশি জাদুবাস্তব
হেঁয়ালি ছড়িয়ে দেখি ব্যস্ত জনপদ , কানাঘুষো
বাজে বেশি পরনিন্দা-পরচর্চা আর বায়বীয় মস্করা
যত , ফুৎকারে উড়ে যায় সমুদ্র সটান । পুরনো
প্রবাদ ফিরে আসে ‘ নিউ বোটল বাট ওল্ড ওয়াইন ‘
যেন চশমা এঁটে শেয়াল পণ্ডিত দ্যায় তাহার নিদান ।
হাততালি বেজে যায় সমস্বরে মুলতবি থাকে ঘৃণা
সূচক যা কিছু অব্যয় ।
ছায়াবৃত্ত
ছায়ার ভেতর বৃত্ত আঁকা জাফরানি রঙ সুদূর
আকাশ বৃত্ত ভেঙে বেরোয় পাখি নীল নীলিমায়
বেজায় খুশি হস্তগত হয় না লিপি গুহাগাত্রেই
লেপ্টে থাকে অপঠিত সিন্ধু দেশের সভ্যতা সেও
নয়তো মেকি !
একদিন ঠিক পাঠক্রিয়ায় মুখোশ খুলে পড়বে
ঝরে , রহস্য ঘ্রাণ যাবেই উড়ে বৃত্ত ভেঙে ছায়ার
প্রাচীর দেখবে লোকে হাট খোলা , যাতায়াতের
বিধি বিধান লাট খাবে ঠিক ধূলার ‘ পরে ছন্নছাড়া ।
মস্করা
সময় গুছিয়ে রাখি , সন্তর্পণে গুনি ঢেউ নেহাতই
পাগলামি । সকল জড়তা ভেঙে ছুটে যাই যেখানে
রোদ্দুর । জীবন পড়ে ফেলি , ভবিষ্যতের তখনও
কিছু বাকি । আর গড়িমসি নয় , ইচ্ছে মতো সাজাই
তরণি , জলরঙে এঁকে দিই নষ্ট ফাজলামি ।
আত্মগোপন
একটা অন্ধকার বয়স হেঁটে গেল সমুদ্রের ওপর
পাহাড়ে ঘর্ষণ খেয়ে ছিটকে পড়লো সমতলে ।
ইতিউতি চেয়ে দেখলো কেউ নজর রাখছে কিনা
একটা অন্ধকার বয়স নিশ্চুপে হারালো নিজেকে ।
গুছিয়ে ঘর করার অছিলায় গহন গভীরে ডুবে গেল
একটা অন্ধকার বয়স কর্পূরের মতো গেল উবে ।
পালক পাতায় ভর দিয়ে দাঁড়ালো কিছুটা আরবার
হাওয়ায় হাওয়া হল একটা অন্ধকার বয়স অতর্কিতে।
এক একটা রাত
এক একটা রাত আসে পালক খসা রাত
সমুদ্র ঢেউয়ের মতো কান্না যেন উথাল
পাথাল ।
এক একটা রাত আসে নিকষ কালো ভয়ংকর
ভীষণ , সঙ্গে ঝোড়ো হাওয়া অহেতুক অঝোর
বৃষ্টি পাত ।
এক একটা রাত এমনই নিষ্করুণ কঠোরতা মাখা
ভয়াল সৌষ্টব , এক একটা রাত যেন লেলিহান
শিখা পোড়ায় অহং ।
এক একটা রাত আসে অচানক হঠাৎ হঠাৎ
এক একটা রাত মায়ের আঁচল যেন মুছে দ্যায়
সকল দহন ।
CATEGORIES কবিতা