কুন্তল মুখোপাধ্যায়
ঘোড়া
সাজিয়ে রেখেছি কালো ঘোড়া , নতমুখ
গভীর রাত্তিরে বলেঃ খুলে দাও মুখের লাগাম
নিখুঁত শরীর থেকে মুছে দাও ঘাম
মুখের দুধারে আমি দেখি তার
বিগত শতাব্দী মাখা ফেনা,
ক্লান্তি নালন্দার ,
বিদর্ভনগরের
বলেঃ
এসো কথা বলো , চলো ঘুরে আসি ঘাসে ও জঙ্গলে
জলে, অসংজ্ঞায়
দূর তেপান্তরে মহাকালে
আনিপানি ঘুরে আসি ভোর ভোর জেলেদের মেলে রাখা জালে