
ঈশিতা ভাদুড়ী
হে পুরুষ
(ইরানে মাসা আমিনিকে হত্যার প্রতিবাদে)
মস্তক অনাবৃত হলে
নগ্নতা মানো তোমরা?
আসলে নারীকে সম্পূর্ণ ঢেকে
তোমরা নিজেদেরকেই
মুড়ে দিচ্ছ অন্ধকারে, হে পুরুষ।
আমার পায়ের বুট যদি
তোমার কাম জাগায়,
হে পুরুষ, তোমার চক্ষু
রাখো বেঁধে কালো বস্ত্রে।
আমার ওপর বিধিমালা
আসলে যে
তোমাকেই করে আব্রু।
তোমরা যত করবে নিষেধ,
আমরা ততই নামাবো পিঠে
চুলের ঢল।
আমরা হাঁটবো অন্তস্রোতে,
তোমরা কত নামবে খাদে?
কত মাসা আমিনিকে নেবে তোমরা?
কত হবে উদ্ধত তোমাদের তর্জনী?