
কুন্তল মুখোপাধ্যায়
ভাবনা
যে তোমাকে রক্ত দেয়
ক্ষত দেয়
আসলে সে যে ভয় পায়
দেখ রক্ত
ফুটিয়ে তুলেও রয়ে গেছে
লাজুক পলাশ
যে তোমাকে ঘৃণা
সেও ভালোবেসেছিল
যাকে নীল দেখে মুগ্ধ তুমি
সে বিষে কাতরাচ্ছে
যা তোমার কাছে যন্ত্রণার
সেও এক সৌন্দর্যের ভাষা
ভুল
আমাকে চেনোনি তুমি কোনোদিন
বাস্তবের সেনা
আকাশ দিগন্তে মেশে মনে হয়,
আসলে মেশে না