
পৌষালী চক্রবর্তী
জন্মঋণ
অর্ধ অঙ্গে দৈবঋণ,
বাকি অর্ধে সকলই উসুল
পানপাত্রে মুখ দেখি
স্মিত মূর্চ্ছা সারল্য কুসুম।
প্রাক জন্ম ছুঁয়ে আসি
শরবিদ্ধ পশুর চিৎকারে
ভ্রষ্টভ্রূণ জ্যোৎস্না খায়
স্তব্ধ ওই ধান্যচরাচরে।
শ্বাসবায়ু দরজা খোলে
মূলাধারে তীব্র অধিষ্ঠান
নৈরামণি মহাসুখ –
সহজ পথে হলে নিষ্ঠাবান।
নিজ জন্মে মুখ রাখি
গতপূণ্য মিথ্যা মনে হয়
তনুমধ্যা নষ্টরন্ধ্রে
জন্মদেবী পাতালে তলায়।