
শ্রাবণী গুপ্ত
গমন
এইতো দেখছি এই গমনেচ্ছু ঘুরপথে
তোমার আরব্ধ হেঁটে যাওয়া
ও হাঁস—
ধ্যানের মুদ্রা কতখানি আয়ত্তে এনেছ!
ও হাঁস ও চৈ চৈ হাসির খোরাক লেগে
যে ধ্যান ভেঙেছে তার দেহবৈভব থেকে কতদূরে
নীরব রেখেছ!
ঘোর লাগে—
ঘোর ঘোর কুহক কুহক আলোজাল
ক্রমশঃ আচ্ছন্ন করে
ক্রমশঃ অপাবৃত জেগে ওঠে নিঃসঙ্গ নিবিড়
তরোয়াল।