
রিনি গঙ্গোপাধ্যায়
বিদ্রোহ
এই বিক্ষুব্ধ সময়েও আমি তোমার কথাই ভাবছি
শকুনেরা উৎসব করছে আর আমি মিছিলে হাঁটছি
গগনভেদী চিৎকারে,গানে, কবিতায় বিচার চাইছি
অনন্ত সময় স্নায়ুযুদ্ধ করতে করতে আবার মানুষ হওয়ার পাঠ পড়ছি
আবার লড়াই করে বাঁচতে চাইছি
জানি তুমি মুখ লুকোচ্ছ
জানি তুমি আপোষ করছ
ভিতরে ভিতরে হয়ত ক্ষতবিক্ষত
একমাত্র কন্যা সন্তানের জন্য চিন্তিত
তবু তুমি নিজেকে আড়ালে ঢাকছ
আমি তবু তোমার কথাই ভাবছি
প্রতিবাদের মিছিলে তোমার হাত ধরতে চাইছি
আসলে বলতে চাইছি
তোমাকে ছাড়া আমার বিদ্রোহ অসম্পূর্ণ।