
অংশুমান কর
মানবায়ন
ঝাঁটি মাথায় নিয়ে সাঁওতাল মেয়েগুলি ফিরছে।
শালফুল শুকিয়ে ঝরে গেছে যেন অনেক কাল।
এখনও সূর্য জেগে রয়েছে শালগাছগুলির মাথার ওপরে।
অন্ধকার নামলে হয়তো দেখা যাবে
ইতিউতি জ্বলছে একটি দু-টি শেয়ালের চোখ।
কিন্তু এ কারা পুড়িয়ে গিয়েছে শুকনো শালপাতা?
এ কোন আগুন যা দহন করেছে এতগুলি শাল গাছ?
হায় জঙ্গল, হায় জঙ্গলের মা-বাপ-ভাই-বোন
তোমরাও শেষে
যে খেয়ে ফেলেছে নগর আর গঞ্জ আর গ্রাম
সেই দৈত্যকে ভেট পাঠাতে শুরু করলে
যার নাম লোভ?
হায় জঙ্গল, তুমিও ক্রমশ হয়ে উঠছ মানুষ!