
শিবালোক দাস
নমস্কার
এই, যা আছে তোমার মাল্যদানে।
ঘুরে ঘুরে তলিয়ে যায় জামা, হয়তো
একটু শব্দহীন হত….
তুমি আঙুল রাখলে কোন সম্পাতে ?
মুছে যাওয়ার আগে সে ভোর হত কুপিত স্বরে–
তাকে একবার চাই ছায়াবীথি নিভে গেলে।
বিদীর্ণ করো বিন্দুজল…
জন্মজ মুঠোয় যদি সে মেরুহীন,
তবে, সে নিষিদ্ধ হতে আরো একবার
পূণ্য হোক, প্রণাম ও নমস্কারে !