তিলোত্তমা ও ডার্বিম্যাচ সোনালী ঘোষ
ভাঙা সভ্যতার নীচে পড়ে আছি এ যাবৎকাল।
খুব শীত, একাকী নিস্তব্ধ একটা রোয়াওঠা শালিক শীত,
… এখন গলার কাছে পাকিয়ে একদলা
আধসেদ্ধ সভ্যতা।
পেটে ঘুটঘুট করছে খিধে।
শরীরে ঘা ক্রমশ ছড়িয়ে…
এখন সোজা হয়ে দাঁড়তে ইচ্ছে হয় না,
ইচ্ছে হয় না দৌড়ে গিয়ে লক্ষ্যে পৌঁছতে
কার যেন মুচড়ে দিয়ে গেছে ইচ্ছে ফুল পাতাদের,
এ শহর প্রজাপতিহীন বহুদিন।
এসব কথা ভাবতে গিয়ে জীবনেরা এলোমেলো,
আর কতগুলো মুঠোহাত আকাশের দিকে….
সভ্যতার নীচে থাকা হায়নাদের আয়ুও পিশাচসিদ্ধ ক্রমশ
মনে হয় এবার ঘুম ভাঙা দরকার খুব…
CATEGORIES কবিতা