রাত দখলের কবিতা
রূপশ্রী ঘোষ
জ্বালিয়ে দে মেয়ে,
জ্বালিয়ে দে সব।
যেভাবে তোকে জ্বালিয়ে দিয়েছে তারা।
লাখো লাখো পা রাস্তা হাঁটা,
হাতে মোমবাতি
বাতি পোড়া শেষ হলে পড়ে থাকে সলতে।
কেউ ছাই তুলে আনে না,
মায়ের মন পোড়া ছাই
কেউ ঘাঁটে না,
যে নাভি ছিঁড়েখুঁড়ে খেয়েছে তারা
চিতার ছাই ঘেঁটে
সেই নাভি খুঁজে আনে বাবা
গঙ্গায় ভাসিয়ে সন্তানের মঙ্গল চাই শেষবার।
কামনার আগুন আর
মঙ্গল কামনা মিলেমিশে
আজ একাকার, রাত দখল শুধু অধিকার নয়
জ্বালিয়ে দে মেয়ে,
জ্বালিয়ে দে সব।
জ্বালিয়ে দে এইবার…
CATEGORIES কবিতা