রাত দখলের রাতের কবিতা
বেবী সাউ
ভালোবাসাটির প্রতি ছিল চাওয়া মান অভিমান
পাবো না জেনেছি তাই সরল সহজ সন্ধেবেলা
প্রতিটি রাতের মাঝে কার হাত শ্বাপদের মতো?
উপড়ে দেয় মারে কাটে, বার বার যোনি মাংস ক্ষত
তাও ফিরি, তাও লিখি তাও বলি প্রেমের আখ্যান
প্রতিটি মৃত্যুর পরে জন্ম দিই পুরুষ সন্তান
পুরুষের হাতে দিই অধিকার জন্ম পরিচয়
সে পুরুষই বড় হয়ে বোঝে শুধু পুরুষাঙ্গ তার
এখন আমিও তাই বর্ম হীন পরিচয় ছেড়ে
অধিকার হাতে নিয়ে বোঝাতে চেয়েছি অন্ধকার
নিকষ ভূতূড়ে কালো সেই হাত পুরুষের শুধু
ভাঙাচোরা নখ থেকে বের করে পিরিয়ড দাগ
অন্ধকার ভয় নয়, মুখোশের বিমূর্ত কারণ
আমিও সফর চাই, মানবো না তো রাতের বারণ…
CATEGORIES কবিতা