
মনামী সরকারের কবিতাগুচ্ছ
হঠাৎ বৃষ্টি
হঠাৎ করে বৃষ্টি এলে ভুলে যাই সব ফেলে রাখা জরুরী কাজ।
ছাতার সাথে সখ্যতা বাড়ে আর মনের কোণে গুছিয়ে রাখি রুদ্র মাখা দিন। ঝড়ো হাওয়ায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া মেঘের মাঝে গুজে রাখা তৃষ্ণা পাক খেতে থাকে নদীর বুকে।
জলরং
আকাশের ছায়া জলে পড়লে
জল গায়ে মেখে নেয় আকাশি রং
আকাশের রং বদলালে
জলের রং বদলে যায়
নদীর জল বাষ্প হয়ে মেঘ হয়
মেঘের থেকে বৃষ্টি হয়ে জল
আবার নদীতে ফিরে যায়
জলের নিজস্ব কোন রং নেই
তবে গভীর একটা নিজস্বতা বোধ আছে।
সংবরণ
আবেগ সংবরণ করুন।
অতিরিক্ত উল্লাস, দুঃখ, ক্রোধ কিংবা ভালোবাসার সাথে মূল্য বৃদ্ধির কোন সম্পর্ক নেই।
বিজ্ঞাপনের সুন্দরী মেয়েটি আপনার লম্পট্যে কারণ হতে পারে না
বেস্যার ঘরে হাড়ি চড়ে, মুদ্রাস্ফীতি ঘটে
আর রাজার অসুখ হলে ভরা দরবারের উলঙ্গ হয়ে প্রজা।
শেষ বিদায়
প্রতিবার ফিরে আসার সময় বলে আসি আবার দেখা হবে। আবার ফিরে ফিরে যাই, দেখা হয়। যেদিন বুঝলাম আর যেখানেই যাই না কেন তার দেখা পাবো না
সেদিন বুঝলাম শেষ বিদায় বলে কয়ে আসেনা।
ঘুম
আজকাল আর ভাত ঘুম আসেনা।
শরীর জুড়ে অবসাদ নেমে আসে
আর আমি এগোতে থাকি গোলপোস্টের দিকে
টর্চের আলো আকাশে ছুড়ে দিয়ে মাটির সাথে জুড়ে দেই আকাশ
আর কবরের গায়ে খুঁজে বেড়াই একটা নিশ্চিত ঘুম।

