
প্রসূন ভৌমিকের কবিতা
দ্বেষের কথা
বেদম মারছে, শরীর জুড়ে গেরুয়া কালসিটে
দু’ঠোঁট কামড়ে লাঠির আঘাত সহ্য করে যাওয়া
যেমন আগেও সহ্য করত মরিচঝাঁপির লোক
কোনক্রমে বুকের মধ্যে আটকে আছে জান!
গুপ্তঘরে বন্দী রাখছে, যোগাযোগ বিহীন
একবেলা ডাল, পোড়া রুটি, কখনো জল মেলে
দোষের মধ্যে মাতৃভাষা, কাজের খোঁজে আসা
অর্ধাহারে ধুঁকতে ধুঁকতে চোখের জলপান
সিংহাসনে এখন আসীন দস্যু সর্দার
ধাক্কা মেরে তাড়িয়ে দিচ্ছে ভাষার অজুহাতে
স্বদেশ জুড়ে ষড়যন্ত্র, খেদাও অভিযান!
ভূলুণ্ঠিত বাংলা ভাষাভাষীর সম্মান
যাঁদের কাছে বিপন্নতা ভাষার বিষয় না
শ্রমজীবীর অশ্রু-লাভায় একদিন “সভ্যতা”
তিলোত্তমা কলিকাতায় ছাই হয়ে ভাসবে
অপমানে হতে হবে সবার সমান!
ঝুমঝুমি
বাবুর ভাষায় লেবার, পরিযায়ী
পুলিশ পেটায় বাংলাদেশী বলে
বাবুরা সব দেখেও না দেখার
ভান করে যায় নানান ছলেবলে
দেহের আঘাত শোষণ করে গাছ
গাছের দেশ তো, পিতৃপুরুষ চাষা!
বৃষ্টি পড়ে চোখে জলের ছাট
বাপদাদাদের ভিটেয় ফিরে আসা
বাবু, তোমার অনেক পড়াশোনা
মগজ তোমার অনেক উন্নত
সহজ শিকার আমরা খাই মার
তুমিও ঠিক পাবে সময়মতো
তখন ত্রাহি আর্তনাদ শুনে
কাকে তোমার পাশে পাবে তুমি
ডাকবে ভাষার আকুল দোহাই দিয়ে
বাংলা ভাষার মেধাবী ঝুমঝুমি!