
রাহুলকে তথাগত
সৌম্য দাশগুপ্ত
ধরো অকুলান এই ঘর, এই অসম্মতি, অনৃতভাষণ, এই প্রেম
ধরো তা চর্চার কোনো অভাবে রজনছড় বেয়ে
নিচে নেমে আসছে এই মন্থর দীপকে, ধরো এই
শ্রীনলবাহিত মেধা আমাদের যূথবদ্ধতায়
কবিতায়, প্রেমে, কিংবা রাজনীতিমেধাসম্মিলনে
নতুন ভাস্কর্য নিয়ে উপড়ে দেয় লোকসামাজিক
মধ্যমেধাসমন্বিত সমাজমাধ্যমতরলতা
ধরো তুমি সন্ধ্যালোকে পূরবীর প্রতিবর্তে
বিভাসের আরোহ ধরেছ…
–
CATEGORIES কবিতা