অমৃতা ঘোষ-এর কবিতাগুচ্ছ
পূর্ণমেবাবশিষ্যতে……
–
১
জলের মতোই জীবন
বয়ে যায়।
দুহাতের পূর্ণতার ফাঁক গলে
ঝরে যায় নিঃশেষে
দুমুঠো অন্ন কিংবা
নিঃশর্ত ঘুমের পিপাসায়।
২
স্নেহ নেমে আসে, রূপোলি নিশুত রাতে,
মনের গহিন জনপদে নামে ঘুম।
অতল, তোমায় হারিয়েছি চোরা ঘূর্ণিতে
যন্ত্রণা খোঁজে পূর্ণতা-উপশম।
দিক-ভুল যত সুধাধারা পুড়ে ছাই,
ভস্মের স্তুপে জাগবে আগুনপাখি
পূর্ণের থেকে কোন পূর্ণকে নিয়ে
মেলাতেই হবে জীবনের যত ফাঁকি?
৩
শোকে আর তাপে,
ক্ষততে, ক্ষতিতে
উপচে ওঠা জলে-স্থলে;
পূতিগন্ধ,নিরানন্দ অলিতে-গলিতে ও রাজপথে;
তৃষিত, তাপিত ,
রক্তক্লান্ত
সময় এবং দুঃসময়ে
বসুন্ধরার কোলের ভিতর
সদর, বাহির ও অন্দরে—
উপনিষদের
ঋষি বসে গান
সঞ্জীবনী সুধা তানে—
“পূর্ণ থেকে পূর্ণ নিলে
অবশিষ্ট পূর্ণই থাকে।”
CATEGORIES কবিতা