সোনালী ঘোষ-এর কবিতা
মথুরাধিপতি
১.
ঘন হলে রাত মোহন বাঁশিতে যেন
ব্যাধি আর ভাষ্যে মুদ্রা চালাচালি…
তবে কী মথুরানগরে আজও
যমুনাবিদ্যা?
এই তো বর্ম
এই তো যৎসামান্য ফুল।
যদি এত অভিঘাত ই তবে ফিরিয়ে নিও উচাটনটুকু
২
সে হাত দিয়েছে ফিরিয়ে শুধু নির্বান আলো।
তাই বসে চুপ করে
লীন হাওয়ার গায়ে ড্রাকুলা হাসি, তাকে বলি
কৃপা কর যদি জ্যোতির্পুঞ্জ রাখ ধরে….
আত্মজন আমি তো তোমার ই
তবু কালঘুমে ছিল যে সব রাত
স্বেচ্ছাচারের মত করেছে লুঠতরাজ
এ স্পন্দনটুকু শুধু আছে বাকি
হে যামিনী
৩.
ও মন, অবিদ্যার ভাষা তুই কী ভুলেছিস?
শূন্য থেকে মহাশূন্য
আঘাতের ধ্বনি,
ওংকার নয় বিজুরী কণার মত
চিরে দিয়ে গেছে সমস্ত পেশীতন্ত্র।
এখন মেঘপুঞ্জ ভেসে আছে ব্যথার আদলে
CATEGORIES কবিতা