
যশোধরা রায়চৌধুরী-র কবিতা
উপেন্দ্রকিশোর
ছেলেদের রামায়ণ বলে কেন তবে?
মেয়েরাও পড়ে যদি তাকে।
ভাষার ভেতরে ডুবে যাই আমি গ্রীষ্মের ছুটিতে
ঢোঁকে ঢোঁকে পান করি তেঁতুলগোলার রসে চিনিপানা দেওয়া
এই বাংলাভাষা।
কথাগুলো তুলে ধরে পদ্মের পাতায়
নাড়িচাড়ি বিন্দু বিন্দু জল।
ছেলেদের রামায়ণ লেখার অপরাধে
শাস্তি দিতে ভুলে যাই
উপেন্দ্রকিশোর লোকটিকে।
বালিকার ফ্রকচাপা অনন্ত বিকেল, কাঁচা আম
আর ওই রাম
রাম লক্ষণের কথা , লজ্জানম্র সীতার কথায়
অত টান নেই। আছে আছে আছে
দশরথে, রামের বিরহে মৃতপ্রায়।
পৃথিবীর একমাত্র
কান্না মাখা পিতা।
পৃথিবীর একমাত্র স্ত্রৈণ, দুর্বল রাজা, তিনি।
কাঁদতে কাঁদতে মরে যাওয়া বাবার ব্যথায়
ছেলেদের রামায়ণ হাতে
বাবাহারা মেয়ে কেঁদে সার্থক করেছে জীবন।
বিশাল পুরুষবিশ্বে দশরথ এখনো তো একা, অন্যমন।