
বেবী সাউ-এর কবিতা
ব্যঞ্জনবর্ণ
যদি ছুঁয়ে থাক, আমি বেছে নেব রাধার আকুতি
যদি জল ঢেলে দাও আমার বাগানে, দেব সার
ঝড় এলে, আমি হব হাওয়া আর নিছক আহুতি
শব্দের ভিতরে নেমে বলে দেব কত অন্ধকার
যদি ছুঁয়ে থাক, আমি কথা দিচ্ছি, কলার মান্দাসে
বেহুলার ইচ্ছেটুকু হয়ে থাকব, ভেসে যাব দূরে
নদীর যেখানে ঠিক ডুব দিলে পুণ্যলোভ আসে
আমি তার কাছে যাব, বলে দেব যাযাবর সুরে
ইউক্রেন থেকে আসা বেদুইন মেয়েদের গান।
আমিও হেলেন, হবে যুদ্ধ শুরু, তাই অ্যাকিলিস
এসেছে আমারই ঘরে। তাকে দিচ্ছি দুব্বো আর ধান।
বুকের ভিতরে রাখা আছে কৌটোভর্তি তার বিষ।
আমি তো বুঝিনি প্রেম, কাকে বলে শ্রীকৃষ্ণকীর্তন।
যদি ছুঁয়ে থাক, জানি পাত পেড়ে বসে যাব মন।
CATEGORIES কবিতা
ভারি সুন্দর ! শুভকামনা জানবেন আমার ।