সৌম্য দাশগুপ্ত
ফেরা
শান্ত ও প্রকৃতপক্ষে তমিস্রাহরণদীপ্ত চোখ
মুদ্রার ভঙ্গিতে এসে মৃদুকন্ঠে বলে সুপ্রভাত
কয়েকপক্ষের পূর্বে সম্ভ্রমের সজ্জা ভুলে গিয়ে
আসক্ত গলায় এ-ই তুলে নিত কাঙ্ক্ষার প্রপাত।
এই ভিত্তি জাগরণ, এর আঙুলে অনর্থ বাজিয়ে
তুমি আর কাকে ডাকবে, অভিমন্যু, চক্রব্যূহগামী
বর্জনে ও তিরস্কারে ব্যর্থ করে দেবে জন্ম তার,
আজ তার ফিরে আসা, আজ গৃহে প্লাবন, সুনামি…