
যশোধরা রায়চৌধুরী
নীতিবাগীশ
দণ্ডনীতি দণ্ডনীতি কোথায় তুমি গেলে?
মেরুদণ্ড খণ্ড খণ্ড হাতে ধরিয়ে দিলে
ভণ্ড গায় স্তবের গীতি রন্ধ্র কোষ উথলে ওঠে প্রেমে
প্রেমিকপ্রায় ছটফটায় উন্নতির মই যেখানে থেমে
চোখ বাঁধা, মন ধাধাঁ, ভিক্ষুকেরা যখনই পায় বীমা
জিভ ঝরায় লালচ আর বাধ্যতার নেই যে পরিসীমা
কৃপা আদর পোষণ আর তোষণ চাই, দণ্ডনীতিবাবু!
এ পরাধীন জীবনে আমি পুরস্কার তিরস্কার দুয়েই বড় কাবু!