হে রাম
তৃষ্ণা বসাক
হে রাম
অনেকক্ষণ ধরে পাম্প করলে
আধ বালতি জল,
জলস্তর এত নিচে নেমে গেছে,
এত দূরে সরে গেছে নদী,
সাতটি কলসিই ভরতে হল বালি দিয়ে…
সাতটি কলস, সাতটি নক্ষত্রের নিচে রেখেছি,
বালির ওপর জল পড়ে টপ টপ টপ,
ভিজে উঠে পরক্ষণেই খটখটে বালি, অহল্যার যোনির মতো,
রামের স্পর্শের অপেক্ষায় যেন পড়ে আছে রুক্ষ টাঁড়…
নতুন দুর্বার মতো রঙ যুবকটির,
সে এসে কর্ষণ করলে অহল্যা রসবতী হবে,
সে এসে কর্ষণ করলে
প্রতিটি আঘাতে উঠে আসে সীতা,
সে এসে কর্ষণ করলে নন্দীগ্রামে হাঁড়ি চড়ে ফের।
হে রাম, হায় রাম,
হাল ধরো, কৃষিকাজ করো,
তোমার প্রতীক্ষায় থেকে থেকে
শবরী ভারতবর্ষ কখন পতিতা হয়ে গেছে!
CATEGORIES কবিতা