স্রোতস্বিনী চট্টোপাধ্যায় -এর কবিতা
পরিহাস
কী আর দেওয়ার আছে তাকে!
চৈত্রের অশ্লীল হাওয়া
স্তব্ধ আরও বিদ্ধ করে যাকে
রোজকার শিকারের লোভে
বেরিয়ে পড়ার আগে
সেও একবার মুখ দেখে নেয়
ফিরে চায় নিজের স্বভাবে
সবে তো সকাল হল
এরপর গোটা একটা দিন প্রবঞ্চনাময়
কেটে যাবে, যেমন কেটেছে এতকাল
তার চেয়ে কিঞ্চিৎ সুখের!
লোকমুখে শোনা যাবে,
রসে বসে আছে…
ফেরার সময় হয়ে এলে
হিসেব মেলার আগে
আরও একটা দিনের তাড়ায়
রাত্রির কাফান জুড়ে
কখন যে ঘুম নেমে আসে!
অস্থির ঘুমের ভিতর, তবু
রোজ জেগে থাকা
এই কী চেয়েছ এতকাল!
স্মৃতি, নিরুচ্চার ব্যঙ্গ করে খুব…
রাত শেষ হওয়ার আগেই
নিরাময় জেনে ফেলে
বিরতি নেওয়ার কথা ভাবা যাক তবে
চুপি চুপি সরে যাওয়া ছাড়া
এর চেয়ে বেশি সাহসের কাজ
কীই বা হবে!
খুব ভালো লেখা।