
স্বপ্না বন্দ্যোপাধ্যায়ের দু’টি কবিতা
যন্ত্রণাবাড়ি
যন্ত্রণাবাড়ি
সাদা গোল দাঁড়িয়ে আছে
পাঁচিলে বেড়াললাফ তিনভাগে
তিনটে রাস্তা
শূন্য
দিকখোলা ট্রাক হেঁটে যাচ্ছে
দীর্ঘ নাক চওড়া চোয়াল ভারি বুট
বাড়ির জানলা থেকে ঝুপ সরা আলো
বঁড়শি ঝুলিয়ে রাখে চারটোপসহ
যন্ত্রণাবাড়ির বাঁয়ে গর্ত ও জঙ্গল
চাঁদভাঙা মস্ত চাক রাত আসার আগে
হয়ে ওঠে রাতচরার শান্ত আস্তানা
গুনিন
দেখার কথা বলেও না দেখে
রক্ত গুনে ফেলি
দার্জিলিং বিষয়ক কবরখানা
উৎসবে গোলাপি রিবনে উড়ু উড়ু
গান পাচ্ছে খুব
টানা গলার গানগুণ
চা বাগান ডিঙিয়ে আসছে কমলাবনের
বাতাস বা তাস
নিভতে নিভতে জ্বলতে জ্বলতে
গানশাড়ি
গানসারি
কমলা কমলা ঝাঁজ
হাত পায়ের চকখড়ি লিখে
ওই সে পেরিয়ে গেল
উত্তরের সূর্যাবলী