সৌরভ মাহান্তীর কবিতা
পাড়াগাঁয়ের কবিতা
ঘর
আঁধার কেটে এইখানে এসেছ।
পায়ে লেগে আছে ধানক্ষেতের কাদা।
আরেকটু এগোতেই বাড়ির মতো দেখতে
একটি ঘর তেলমুড়ি মেখে হাতছানি দিয়ে ডাকছে…
দুয়ারে পা দেওয়ামাত্র
উঠোনে পায়ের ছাপ। স্পষ্ট আঙুলরেখা
ছাপ মুছে আজ কোথায় পালাবে, তুমি?
শীত
ছবিটির মতো গাছপালা। আলোটির মতো রং
তারই ফাঁকে ফাঁকে যে বাতাস বয়
কেঁপে যায় গোটা গাঁ
জন্মান্তরের পাথর বাঁধানো ঘাটে,
সেই কবে ডুবেছিল ঘোষালবাড়ির ছেলে
তার ফুলে ওঠা পেটের ঠান্ডা জল নিয়ে
এখনও ঘরে ঘরে শীত নেমে আসে…
সুন্দর চিত্র!