সোনালী ঘোষ-এর কবিতা
দুটি কবিতা
“বৈঠে হ্যাঁয় রাহ্ গুজর -পে হাম”
১
এই যে বসে আছি নম্র মেঘ হয়ে
তুমি তার কাপাস তুলোর মত ভ্রম।
কথা দাও
কথা নাও।
গোপনে বন্দরে ঢেউ আসে।তবু যেতে হয় তাকে। কী জানি এত তাড়া কিসের?
অনুভবে দীর্ঘসূত্রী কুহক।এঁকেবেঁকে পথ ছাড়া কে যায় আর। আমরা পথিক কেবল…আজকাল ঘোর কমে আসে।মৃদু আলো শ্রেয় মনে হয়।দৃশ্য সচল আর আকাশ জুড়ে মল্লার রাগ।সেই সব সুরে আঁজলা ভর্তি। ভিজে যাই আচ্ছন্নতায়…
২
অপেক্ষা মলিন হলে শোক ভুলে স্থির হওয়া ভালো।
দূরে ঐ উড়ে যায় পাতা।
খরখরে শুকনো যার নাম,
গাছ ও রাখেনি মনে
তাকে।
কতদূরই বা জীবন ।পায়ে পায়ে হাঁটা পথে শপথেরা মাইল ফলক
আর বেশি কিছু নয়।