
সুস্মিতা জোয়াদ্দার মুখোপাধ্যায় -র কবিতা
গাছ
মৃত্যু কি প্রেম,ক্ষুধা নিয়ে
একটি তপস্যা
অনন্ত যৌবনে জরা লেগে
থাকা
শস্য দানার মতো আদিম
মৃত্যু পয়স্বিনীর মতো
ভোর।
জীবন যেখানে
মায়ার মতো সুন্দর
রৌদ্র রঙিন ফুল
নদীর পারের মতো
আমার ও
একটু একটু
ভাঙছে মন
কিছু আগাছা
জন্মে।
চোখ
নিজের আয়না ভেঙেছি
বারবার
পুরনো আয়নায় কিছু
দাগ
ফুল পিসি যে আয়নায়
সিঁদুর পড়তো রোজ
ভেঙে খান খান
যে আয়না ভেঙে ভেঙে
পড়ে আছে আনাচে
কানাচে
খণ্ড খণ্ড জীবন
মেলে না
অখণ্ডে।