সুবীর সরকার-এর কবিতা
চিরাগ
আপাতত রিস্টওয়াচ।চিরায়ত ঘামের গন্ধ।
জমা জল পেরোতে গিয়ে
সাঁতার ভুলে যাওয়া গ্রামের কথা মনে
হয়।
চিরাগ ও চিরুনি থেকে দূরে অপরূপ
দগ্ধভূমি
ভাওয়াইয়া
পাথারবাড়ি থেকে যে গান উঠে আসে
বাওকুমটা বাতাসের ভেতর যে গান জেগে থাকে
তার নাম ভাওয়াইয়া
গো মহিষের গাড়ি।
অনন্ত গাড়িয়াল।
ছাইতন কাঠের দোতরা।
আর অনেক নদীর জলে ভেসে যান বাইচার
ভাইয়া