সন্মাত্রানন্দ-র কবিতা
ছায়াচরাচর
পদ্মাক্ষকল্প
****
তুমি কি গিয়েছ চলে নদীপথে চট্টলার বন্দরের দিকে? সেখানে বাণিজ্যতরী ভেসেছে কি স্রোত কেটে অন্ধকার হয়ে এলে ফিকে? পাঁচশ বছর আগে ভেসে গেছে নৌকার বহর? সমুদ্রের ফেনা মেখে দূরে আরও দূরে, তারপর সন্দ্বীপের চর? সমুদ্রের নীল জল তোমাকে ডেকেছে, মধ্যরাতে পার হলে বঙ্গোপসাগর। তারপর বহুদিন বহুরাত্রি জলে ভেসে ভেসে গিয়েছ কি দূর দেশে মম্মল্লপুরমে? যেখানে রহস্য নীল কুয়াশার মত হয়ে জমে? সেই সব বালিয়াড়ি, সেই সব পাথরের আশ্চর্য মন্দির, যার গাত্রে আঁকা ছবি আকাঙ্খার সুরসুন্দরীর…রাত্রি নেমে এলে এক বিজন বদ্বীপে তুমি কি হেঁটেছ একা ভিজে পায়ে বালি জল গায়ে মেখে মেখে? তারপর ফিরেছ কি ঘুরপথে একদিন প্রবাসের থেকে? সপ্তগ্রামে লুঠ হয়ে পর্তুগীজ দস্যুদের হাতে, নিঃস্ব হলে যদিও তো রিক্ত হলে না, পাশে সেই নারী ছিল আরক্ত বাসনা? দেখা হল ছায়াপথে ছায়াটির সাথে? তুমি কি ঘুরছ আজও একাএকা স্তব্ধবাক রাতে?