
সন্মাত্রানন্দ-র কবিতা
জোনাকি প্রভৃতি…
১
জোনাকিরা অন্ধকারে উড়ছে
দেখতে দেখতে প্রশ্নরা জন্ম নেয়
জোনাকি কি অন্ধকার খাবে?
অথবা অন্ধকার গিলে খাবে জোনাকিকে?
এসব প্রশ্নের
আসলে কোনো উত্তর নেই বলেই
এসব নিয়ে ভাবতে ইচ্ছে হয়
অন্ধকার জানালায় ঠায় বসে বসে।
২
আসলে কিছুই হওয়ার নেই
হারানোর নেই
এই কথা বুঝতে পারলে
আক্ষেপপূরণ সমাপ্ত হয়
মৃত্যুভয় থাকে না আর
আমি বারবার মরে যাচ্ছি রোজ
আমি চড়ুই হয়ে মরে থাকছি
নীল জঙ্গলের ভিতর।
আমার অনেকটা মরে গেছে
বাকিটাও যাবে। ভাগ্যিস! তা না হলে
শূন্যতার ভিতরে কীভাবে বা
জেগে উঠবে সকরুণ নীলমণিলতা?

