
সন্দীপন চক্রবর্তীর কবিতা
ইতিহাস
‘We are living in the time of terminal paradoxes’
সামর্থ্য আর স্বপ্নের মাঝে পেরোতে না-পারা খাদ
দুজনেই তবু সঙ্গে সঙ্গে চলে ;
তোমার আমার গোপন ছুরি – রক্তবনাঞ্চলে
যা ছিল ট্র্যাজিক, তাও হয়ে ওঠে প্রহসন
পরেরবার তা প্রহসনও আর থাকে না
তাকে মনে হয় কিম্ভূত ক্যারিকেচার —
পেরোতে গেলেও আছাড় খায় সে নিজের চৌকাঠেই।
অসঙ্গতির হাজার খটকা নিয়ে
লোফালুফি করে, উর্দি পরতে চায় না
ভাষাই তো তার আয়না
সে পাতি জোকার, ভণ্ডুল করে দেয় ওই
শূন্যে ঝোলানো দড়িদড়া আর ভয়
সুচারু বিকেল, নিটোল শান্তি, ব্যাঙ্কের সঞ্চয়…
সে তোমারই লোক, সে তোমার কেউ নয়।