
শ্রীজাতা কংসবণিক
অদৃশ্য
অন্ধকারে শিশুটি জন্মালো
চোখের ভেতর থেকে নেমে এল গাঢ় এক কালো অন্ধকার।
হিরন্ময় হিরন্ময় ডাক দিয়ে তুমি চলে গেলে
ফিরলে না কোনোদিন
তোমাকে কী বলে ডাকি? কোথায় বসাই হে অদৃশ্য
এইসব ভেবে ভেবে চোখের ভেতর থেকে নেমে আসে
ঘন মেঘ কালো ক্ষয়ঋতু
তোমাকে দেখেছি কোনো সুদূর আলেয়া স্রোতপথে
ভাসাও ভাসাও বলে চিৎকার করে ডুবে যেতে চেয়েছিলে বিষন্ন প্রপাতে।
তোমাকে কী বলে ডাকি? কোথাই বসাই বলো, তোমার অসুখের দিনগুলি?
অভিমান
নিজেকে বুঝেছি শুধু, এক দিন বিশেষ অধ্যায়
পড়াতে বসেছো, বই খুলে দেখি
পৃষ্ঠারা হাওয়ায় মিশে মৃদু পায়ে বসেছে কার্নিশে
তারা পাখি হতে পারে, হতে পারে শুধুই পালক
অথবা,
আমাকে যেসব দুঃখ দিয়ে গেছে মাস্টারমশাই
চোখের সামনে সব ছাই হয়ে উড়ে গেল ছাদের কার্নিশে
এরা কারা, ঘরের ভেতর ফটফট করে ঝাপটায় অস্থির ডানা !
মাস্টারমশাই, তুমি পাত্তা দিচ্ছ না কিছুই
বোঝা যায় বিষন্ন পৃষ্ঠার একটা আধখাওয়া অধ্যায়
ঝেড়ে ফেলে দিলে তুমি…