শ্যামশ্রী রায় কর্মকার-এর কবিতা
গাছের কাছে থাকা ভাল
আজ তোমার বাড়ির ঠিক মাথার ওপর
একটি মেগাস্থেনিস মেঘ এসে
গায়ে মৃদু ঝাঁকি দিয়ে পথশ্রম ঝেড়ে ফেলে দিল
ওমনি গ্রীষ্মের স্নানঘর মুখর হয়ে উঠল আমের পল্লবে
কৃষ্ণচূড়া গাছে রঙের ব্যালাড
ব্লিডিং হার্ট ভাইনে ফ্যানি ব্রোনকে লেখা চিঠি
সোনাকুচি রুপোকুচি আলোর বিকেলে
এপ্রিল-বাতাস একটি মদ্যপ ড্রাইভার
গাছের পাড়ার কাছে থাকব বলে এখানে আসা
যাতে না হা-ক্লান্ত লাগে, যাতে শ্রম ঝেড়েঝুড়ে উঠে
পাড়ায় ফিরলেই দেখি ফুল বেজে উঠছে ঝমঝম
যাতে বাঙালিনী চাঁদ বারান্দায় দাঁড়ালে
দেহে কলকল করে আলো
পাশের ফ্ল্যাটের সেই ভাঙাচোরা মেয়েটা কোথায়
যার ফোলা চোখমুখে বিষাদ জেবড়ে থাকে
ওকে দ্যাখাতাম, ওরই বাড়ির ধারে সন্ন্যাসিনী বটগাছ উদ্বেল হাতে
কেমন জড়িয়ে আছে গায়ে প্রজাপতি ফোটা আরেক গাছের হাত
যেন এক দেশবাসী আরেক দেশবাসীর হাতদুটো ধরে
ভাগ করে নিচ্ছে জয়ের গৌরব
সে নারী, নাকি পুরুষ, কী-ই বা ধর্ম তার, এইসমস্ত নিয়ে
মাথাও ঘামাচ্ছে না